অতৃপ্ত বাসনা সদাজাগ্রত মনে
অঙ্কিত করে চলেছ আলো ঠেলে
আঁধার পথের যাত্রী হয়ে,
নিশান গেড়েছ তীর বিঁধ।
পাপাচার ব্যভিচার অনাচারে
কলুষিত সমাজ ছেয়ে গেছে
অন্যায়ের প্রতিবাদ হয়না আজ
ঝন ঝনানীর শঙ্খায়।
পঙ্খিরাজের মতো উড়ন্ত বলাকা,
রূপে তুমি,ষোড়শী রাজকন্যা,
বাঁধভাঙ্গা যৌবন উৎরালেও
সমাজপতিদের "ডর"করোনা।
দুরন্ত উচ্ছৃঙ্খল,নিলর্জ্জতার ভয়ে
তোমাকে রুখতে পারেনা কেউ,
পাছেলোকে কিছু বলে
তুমি আলোর মাঝে এসো ফিরে.....
সবকিছু ছেড়ে।
###########