আলোর মিছিল (সনেট কবিতা)
মোঃ আব্দুল আলীম
আলোর মিছিলে মেতে দুয়ারে ফুটেছি
ভালোবেসে যা পেয়েছি, অধিক ঠকেছি
আশার প্রদীপ জ্বেলে দুয়ারে এসেছি
দু'হাত বাড়িয়ে নেবে বুকেতে ভেবেছি।
কখন আলতো রঙে নুপুর বাজাবে
রিমঝিম বৃষ্টি পড়ে শরীর ভেজাবে
ভাবি এসে সরু ঠোঁটে আলতো রাঙাবে
যতনা সহে না বুকে কত-না কাঁদাবে।
বিশ্ব জগৎ মুঠোয় এখন মেতেছি
হাসির বন্যা,সূর্যের কিরণে হেরেছি
ভেঙেছে ললনা বুক,ছলনে ডুবেছি
জগতে নুড়ি পাথর যাদের দিয়েছি
খুঁজিবে মিছিলে ছবি,হারাবে যে-দিন
মরণে হাঁসিবো আমি, কাঁদিবে ভুবন।।
######
রাজগঞ্জ বাজার
যশোর
০১/০৭/২০২০