জোসনা রাতে চাঁদের আলোয়
লেগেছে বুকে ঢেউ
উল্টো পাশে লুকিয়ে আধার
জানে নাতো কেউ।
আজ যে হাসি হাসছো তুমি
নিজের করে
অন্যের হাসি কাড়েছো তুমি
নিজেকে মেরে।
প্রেমের টানে সংগোপনে
অন্য বাড়ী গিয়ে
মিলছো তুমি সত্য বটে
করনি শুধু বিয়ে।
তবু তুমি সদা হাসো.........
সদা চলো একা
জানছে যারা বলছে তারা
তুমি নাকি বোকা।
তুমি ভাবছো অন্যের ঘরে
প্রেম করা খুব সোজা
তুমি পড়বে যখন ধরা........
পাবে উচিৎ সাজা।
তুমি ফেলছো যাদের প্রমের ফাদে
তারাও দিশেহারা
ছাড়তে তোমার চায়গো তারা
ক্ষমতার কাছে পড়েছে ধরা।
তাই তো তারা যাতা কলে
পিষে মরে
ভালো হয়ে সবার মাঝে.......
এসো ফিরে।
সেদিন তোমার ঘরের লোকে
বাসবে ভালো
ফুট-ফুটে জোসনা রাতে
দেখবে তুমি জগত আলো।
#########