দানবের কালো হাত
-মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
নিয়তির পরিহাস দানবের বারো হাত
যেথা খুশি নয়ছয় চলাফেরা ছন্নছাড়া
সম্মুখীন অন্নপূর্ণা ছিন্নভিন্ন পাদ মাড়া
দুনিয়াবি যতখুশি বাড়াবাড়ি মারো ভাত।
লুটপাট যতক্ষণ ক্ষমতার বাহাদুরি
ভেঙে যাবে একদিন দানবের কালো হাত
চাঁদাবাজ লুটপাট খাই খাই উৎপাত
মানুষের মন আজ ভেঙে খেলে আহামরি।
জানোয়ার খেলে যোত ভবে আজ নেই লাজ
যাহা করে ছন্নমতি দোষারোপ দ্বিধা দ্বন্ধ
বাড়ে জ্বলা নিয়ে ধরা সারাবিশ্বে সবে অন্ধ
তবু তারা তছরুপ করে ফিরে সেই কাজ।
পরকাল ভাবনার মতিগতি নেই ভয়
সম্মুখীন অন্তরায় দেখে যতো ভাবময়
অন্ধকার ছেড়ে দিয়ে আলোকিত করো জয়
খুল দ্বার প্রভু তুমি অন্তরাত্মা দয়াময়।
#########
মোঃ আব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
যশোর
২৫/১২/২০২১
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪