মরীচিকার প্রেম
-মোঃ আব্দুল আলীম
উত্তপ্ত মরুভূমির বালু কণার উপর দিয়ে
খালি পায়ে হাটা কষ্টসাধ্য।
তবু্ও মরুভূমি পার হলেই স্বর্ণ খচিত
বাড়ি পাওয়ার আশায়....
সকল যন্ত্রণা সহ্য করে উত্তপ্ত মরুভূমির
বালু কণার কথা নাহি ভেবে
পায়ে হেঁটে পাড়ি দিয়ে তোমার
আঙ্গিনায় গেলাম যখন,
তুমি,আমাকে দেখে না দেখার ভান করে রয়েছো।
আমি শুধু অপলক ইন্দ্রের দৃষ্টি দিয়ে
তোমার ভাঙা বাড়িটির দিকে চেয়ে আছি।
তুমি শীর নত করে দাঁড়িয়ে আছো-
ভাঙা বাড়িটির দিকে।
আমি বুঝে,অবুঝের মতো-
কেঁদে ফিরে এসেছি।
রিক্ত ধূসর হস্তে, তোমা হতে অনেক অনেক দূরে-
যেখানে নেই কখনো কোন প্রতারিত হওয়ার ভয় নির্জন কোন গহীন অরণ্যে।
######
মোঃ আব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
যশোর
১৩/২/১৯৯৮