গোলাপের অহমিকা পাথরের চাপা ঘাত
মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
দুনিয়াবি আনন্দটা কেড়েনিল রক্ত চুষা
ভালোবাসা রঙ্গ মেঘ টিপদেয় আগুনের
একদিন ঝড়ওঠে তীব্রগতি হননের
ল্যাংমারে আস্তাকুঁড়ে সমাজের খুদে মশা।

গোলাপের অহমিকা,পাথরের চাপা ঘাত
আকাশের রংধনু ক্ষনে ক্ষনে রং পাল্টে
বিধিরাম করে খেলা,সুনামের দেয় উল্টে
নিয়তির পরিহাস,ভাগ্যে দেয় প্রতি ঘাত।

চাঁদ উঠে আলোকিত করে খেলা,সাথে ভিন্ন
পিষে মরি তবুও সে দেয় আশা,তো সবুরে
ক্ষনে হাসা,ক্ষনে কাঁদা,ফলবেতো মেওয়া রে
ভুলে ভরা বুঝে সেতো করেসব এ জঘন্য।

তবুও এ নিদানের বড়ি গলে আছে বিঁধে
সম্মানের ছিটেফোঁটা ক্ষুন্ন হয় যদি মোরে
ছাড়বোনা ভণ্ডামির শেষমেশ কোর্ট দ্বারে
যদি ফিরে সম্মানটা,বরি শত, নিব কাঁধে।
                                         ######
                           মোঃ আব্দুল আলীম
                               রাজগঞ্জ বাজার
                                       যশোর
                                ০১/০৭/২০১৯            
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪