স্বপ্নে দেখি আজ চারিদিকে কোলাহল
করছে হানাহানি মরছে লোকবল
পাখি সব করে রব রাত্রি জেগে
প্রভাতি সোনালী সূর্য উঠে রেগে মেগে।
কে সুধাবে আজ আশা ভরসার বাণী
সে যে লুকিয়ে আছে আধার ঘরে মনি
ঠিকই খুলবে দ্বার আধার পেরিয়ে আলো
স্বপ্ন ভেঙ্গে দেখবো সত্যিই জগত আলো।
##########