"বাংলা ভাষার সেরা কবিতা"
-মোঃ আব্দুল আলীম
"বাংলা ভাষার সেরা কবিতা"লিখবো আমি আজ
সবে আমার দেখবে বিশ্বে পরবো মাথায় তাঁজ।
ভয় নেই মা,আমরা! তোর দামাল ছেলের দল
তোর ভাষাতেই কথা বলি,পান করি সব জল
ও আমার বাংলা ভাষা,ও আমার বাংলা ভাষা
বাংলা আমার মা, বাংলা আমার মায়ের ভাষা।
যে ভাষাতে বলি কথা সবে আমার মায়ের ভাষা
এ-ই ভাষাতে লেখা পড়া এ-ই ভাষাতে চাষা ভুষা।
চর্যাপদ,কাহৃপা,বাংলা ভাষার জনক কবি
কবি গুরু রবীন্দ্রনাথ নোবেলজয়ী তাঁর ছবি।
এ-ই ভাষাতে জাতীয় কবি নজরুল ইসলাম
এ-ই ভাষাতে ঈশ্বরচন্দ্র তার স্মরণে প্রণাম
এ-ই ভাষাতে কবি মাইকেল মধুসূদন দত্ত
লেখা তার কতো শত, কপোতাক্ষের সনেট তত্ত্ব।
অর্থনীতিতে বাঙালি অমর্ত্য সেন নোবেল জয়ী
ড.মুহাম্মদ ইউনুস শান্তিতেও নোবেল জয়ী
অর্থনীতি,অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেল জয়ী
যে ভাষায় মোরা কবিতা লিখি সে ভাষা বিশ্ব জয়ী।
এ ভাষার জন্য রফিক শফিক বরকত নাম
অকাতরে জীবন দিয়ে বুঝিয়ে গেছে তার দাম।
একটি ভাষা'র জন্য মোরা অস্ত্র হাতে যুদ্ধ করি
জীবনের মায়া ছাড়ি,বাংলা ভাষার জন্য মরি।
উর্দু্ ভাষার বিরুদ্ধে সেই দিন লড়েছে যে জাতি
গর্ব,মাতৃভাষা বাংলা," ইউনেস্কো স্বকৃীত" জাতি।
নয় মাস ধরে যুদ্ধ জয়ে, উর্দু ভাষা বলিদানে
ত্রিশ লক্ষ শহীদ,দুই লক্ষ নারী ইজ্জত দানে।
বাংলা গড়েছে বাঙালি,রক্তস্নাত অর্জিত স্বপ্ন
জাতপাত ভেদাভেদ ভুলি বাংলা ভাষায় মগ্ন।
তাইতো লিখেছি "ষোড়শপদী" কবিতা শব্দমালা
তোমার জন্য মা, শিখেছি ঐ, অ আ ক খ বর্ণমালা।
##########
২৬/০৪/২০২৪ ইং
মোঃ আব্দুল আলীম
গ্রাম+ডাক = চন্ডিপুর
উপজেলা=মনিরামপুর
জেলা=যশোর।
এই কবিতাটি ছিল ভারতের "দুই হাজার বছরের শ্রেষ্ঠ কাব্য গ্রন্থের প্রথম পেজে যে কবিতা হবে সেই প্রতিযোগিতায় স্থান পাওয়া "বাংলা ভাষার সেরা কবিতা" বইটি ভারত থেকে প্রকাশিত হয়েছে,এই বইয়ের ৬২ নম্বর পৃষ্ঠায় আমার কবিতা।
*এই কবিতার প্রতিটি লাইনে ১৮টি বর্ণমালা,প্রতি দুই লাইনে অন্তমিল। এবং কবিতাটি ৩০ লাইন।*
এই প্রতিযোগিতায় আমি দুটি কবিতা পাঠিয়েছিলাম। অন্যটি "বাংলা ভাষার সেরা কবিতা"-১ কয়েক দিনের মধ্যে পাওয়া যাবে।