সখি তুমি
মোঃ আব্দুল আলীম
তোমার উষ্ণতা অনুভব করি
তুমি আজ নেই পাশে ভেবে ভেবে মরি
তোমার অস্তিত্বে প্রশান্তির হাসি হেসেছি
এখন জলসা ঘরের রানী শুনে কেঁদেছি।

তোমার জলতরঙ্গের মোহনীয় জলজ ধারা
ছলনাকারীদের ফাঁদে পড়েছে মারা
ফিরাবার পথনেই,সবপথ রুদ্ধ
অজস্র হিংস্র থাবায় জর্জরিত তবুও অন্ধ।

যাদের নিয়ে স্বপ্নের জাল বুনেছো জগতজুড়ে
কেউ থাকবেনা,সবাই ছুড়ে দেবে আস্তাকুড়ে
সেদিন তুমি কাঁদবে সব হারানো যতনে
দুর হতে শুনে দু'ফোটা জল আসবে নয়নে।
                           #########
                     ০৫/০৬/২০১৫