সুজন আমার এসেছেে দ্বারে
পোড়া মনে জ্বালায় মারে
এ হৃিদয় মাঝে পড়েছে ভাটা অনেক আগে
উজ্জীবিত করে সুজন ভাগে।
তবুও কোন মাহেন্দ্রক্ষনে.........
লাগবে জোড়া পাথরের এ মনে
এ হৃদয় পাথর,তবুও ভাঙ্গবে
সুপ্ত প্রতিভা,একটি কবিতা হয়ে জ্বলবে।
সোনালী সূর্য্যের ফোটান্ত গোলাপের সুগন্ধে
সৌরভ ছড়াবে প্রতিটি রন্ধে...
অনন্ত অপেক্ষারতরা হাসবে
আমার একটি কবিতায় সাড়া জাগাবে।
সুদিনেরই পথ চেয়ে রই
সুজন তুমি এখন কই?
###########
আজ ঝিনাইদহ তামান্না পার্কে বসে প্রিয় সুজনের জন্য লেখা।