বাঁধন
মোঃ আব্দুল আলীম
মন মন্দিরে ফুলের সুভাষ
ভুবন জুড়ে ছড়াই বাতাস
আমার আলোয় মেলবে পাখা
মনের দুয়ার খুলে রাখা।
উড়ছি আমি বাঁধবে তুমি
বারেক ফিরে দেখি পিছে
আমার আলোর সোপান বেয়ে
ভুবন ভুলে উঠছ এসে।
######
রাজগঞ্জ বাজার
যশোর
২০/০১/২০১৯