পাকপাখালির গানে
কোকিলের সুরে
বসন্তের হাওয়া লেগেছে
মোর অন্তরে।
কোন কাজে মন বসেনা
ভাবি শুধু নিরালায়
রঙ্গীন ফুলের সুবাসে পেতেছি হাত
ডানা মেলে আঙ্গিনায়।
মনের রঙে লেপেছো কাদা
অন্য ভুবনে
কেঁদেছে পাথরের মন চোখেতে জল
ছুড়েছো মোর তুফানে।
#######