চৈত্র মাসের কাঠ ফাটা রৌদ্রে
মাঠ ফেটে চারিদিকে চৌচির.....
বোরো ধানের আবাদে পানি নেই
স্যালোমেশিন নষ্ট,টাকা নেই,
কৃষক ভুগছে বিষন্নতায়.....।
মাঠ থেকে কৃষক এলে...
কৃষাণী বলছে........
ঘরে চাল নেই,ডাল নেই,
ভাত আছে অল্প।
কৃষক রেগে মেগে হাড়িকুড়ি যা পায়
ভেঙ্গে করে চুরমার......
হঠাৎ আকাশে মেঘ ডাকে গুড়ুম,গুড়ুম,
বৃষ্টি নামে মুশলধারে।
বিষন্ন কৃষকের মুখে হাসি ফোটে
রিম্ ঝিম বৃষ্টির তালে তালে।
                 ############