সরল বিশ্বাস
মোঃ আব্দুল আলীম
আমাকে নিয়ে খেলছো কিনা জানিনা
সরল বিশ্বাস, হৃদয়ে দিয়েছি স্থান
ভেঙ্গনা বিশ্বাস,কখনো করোনা অমর্যাদা
ছুড়োনা কখনো বুকেতে দিও স্থান।
ভালোবাসার হাত ফিরবেনা কখনওই
যতই আসুক অসুর খড়গ পিঠে
বুক পেতে দেবো ভালোবাসা নিতে
ভুলে যাবো সমাজে যা কিছু রটে।
########
রাজগঞ্জ বাজার
যশোর
09/01/2019