বৃদ্ধাশ্রম
মোঃ আব্দুল আলীম
যে মায়ের গর্ভে জন্ম নিয়ে
দেখেছো জগত আলো
সংসার মোহে সব ছেড়েছো
করেছো জগত কালো।
ভূবন জোড়া স্বপ্ন ছিল
মেলবে খোকা পাখা
এখন যতই দুঃখ আসুক
পাবই সুখের দেখা।
দিনের শেষে এ সংসারে
আমরা এখন বোঝা
তাইতো খোকার পাষান হৃদয়
পথ দেখালো সোজা।
আদর-স্নেহ যা করেছি
সবই গেল বৃথা
সমাজে খোকা নাকি এখন
সবার মাথা।
আমরা এখন উড়াই নাকি
পথের ধুলি
পচা কাদা লেগেছে অঙ্গে
তাইতো এখন চোখের বালি।
খোকারা সব রঙের মেলায়
ঢঙ্গে এখন
আদর স্নেহ পরশ ভুলে
পাষান জীবন।
তাইতো খোকা রেখেছে মোদের
বৃদ্ধাশ্রম
বুঝবি সেদিন হে নরাধম
আমরা যখন ছাড়ব ধরাধাম।
########
০৭/০৩/২০১৮
রাজগঞ্জ বাজার।
যশোর