ছায়া
মোঃ আব্দুল আলীম
দূর সীমান্তে ধূসর অরণ্যে বটবৃক্ষ করতো ছায়া দান
কৃষক আনন্দে উদ্বেলিত মনে গাইত কতো গান
সেই গানে মুখরিত দিক্বিদিক ছড়াতো কতো প্রাণ
একদিন কাঠুরিয়া এসে নিলো বটবৃক্ষের জান।
বৃক্ষ তলে বসে কতো গায়ক গাইত জারি শারি গান
লিখতো কবি হরেক রকম কবিতা দিত তাতে প্রাণ
বাতাসে লতা পাতার ফাঁকে ফাঁকে সূর্য দিত হাঁসি
এখন সেথা গাছও নাই,পাতাও নাই্ হাওয়ায় ভাসি।
কাঠুরিয়া? তোমার ধারালো অস্ত্রের আঘাতে স্তম্ভিত
ক্ষত বিক্ষত হৃদয় চুর্ণ বিচূর্ণ প্রতিটি কণা জর্জরিত
অট্টহাসি হেসে আনন্দে নিয়েছ অন্যের স্বপ্ন কেড়ে
অর্থকড়ি আজ আছে কাল নেই থাকবে সবই পড়ে।
বৃক্ষ,রংধনু দেখতাম ঐ আকাশে তোমার চরণে বসে
আবির রঙে উচ্ছ্বাসে মাতোয়ারা হাওয়ায় ভেসে
আজি সেথা ঘন মেঘে ছেয়ে গেছে নয়নে বারি ঝরে
তুমিকি আবার দেবেনা ছায়া,শীতল পরশে মোরে?
############
১৭/০৩/২৩
মোঃ আব্দুল আলীম
চন্ডিপুর
যশোর।
-এ-ই কবিতাটি প্রশান্ত দাদার উৎসর্গে।