তুমি চারিদেওয়ালের মধ্যে
মনকে রাখ সংকীর্ণ।
বিস্তীর্ণ লীলাভূমির মাঝে....
প্রফুল্লতার সাথে,
ঘোরা-ফেরাই তোমার বিড়ম্বনা,
সারাক্ষণ তোমার মনকে রাখ
চোরাগলির মধ্যে সীমাবদ্ধ।
সূর্য্য আলোকিত করে ত্রিভূবন,
অথচ তোমার মনটা থাকে
অমানিশি অন্ধকার জগতে।
ফোটান্ত গোলাপের সৌরভে
উদ্ভাসিত না হয়ে......
তুমি শুধু চারিদেওয়ালের
গন্ডিতে আবদ্ধ থাকো।
কবির তীব্র আর্তচিৎকার....
তুমি ফিরে এসো............
কালিমা-মন্ডিত অন্ধকারাছন্ন জগত থেকে,
আলোকবর্তিকা রূপে,
শৃঙ্খল মুক্ত জীবনে।
শান্তি দাও,শান্তিতে থাকো
তবেই মুক্তি,তবেই তৃপ্তি।
               ########
১৯৯৬ সালে সিঙ্গাপুরে থাকাকালিন রচিত।