পরিত্রাণ
মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
হৃদে প্রেম গড়ে আজ ভুবন ও মেলে আঁখি
রংতুলি লেপে আঁকি স্বপ্ন সত্য গড়ে তুলি
মর্ত্যধামে যাহা কিছু চাওয়ার যা-ই ভুলি
যতোটুকু ভাবি আজ তারে ছুঁয়া সব বাকি।
কখনও ভুল কেও সত্য ভবি ভবিষ্যৎ
কেন ঠেলি দিল তারা অমাবস্যা কভু বনে
হৃদে জাগে শত প্রশ্ন আমারেই ভরা মনে
জেনেশুনে তুমি আজ আগু হাত দিয়ে কাত।
কখনও দাও ধরা মর্ত্যধামে ডুব ঘরে
পারিনারে কভু আজ তোমা হতে পরিত্রাণ
জাগিয়েই উন্মোচিত খুলে দ্বার ফেরে মান
তবু তুমি এখনও মারো মোরে শুন্য ঘরে।
প্রভু?বিঁধে যতো জট খুলে দাও সত্য স্বপ্ন
আঁখি মেলে মর্ত্যধামে পাই যেন পরিত্রাণ
জাগো তুমি নিভে দাও আগুনের লেলিহান
লালসার কালো হাত ভেঙে,মুখে দাও অন্ন।
######
মোঃ আব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
যশোর
২১/১২/২০২০
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪