পবন এসেছে দ্বারে
এই বুঝি ছোবল মারে
আজ করছি সবই আচ্
ভাঙ্গবে ঘরবাড়ী তছনছ।
ওরেও পড়সিরা সব জাগ
নিরাপদের খোঁজে তোরা ভাগ
নইলে তোদের বক্ষ ভেদ
ভাঙ্গবে পাঁজর ছিঁড়বে মেদ।
ওরেও সুবোধ ছেলে
গাঁয়ের মেয়ে
ঐ উঠেছে ঝড়
ভাঙ্গবে বৃক্ষ রাজী মড়মড়।
বৃষ্টি  হবে আজ,করিস কি আচ্?
আকাশ ভেঙ্গে পড়বে শুধুই বাজ
আলোর ঝিলিক দেখবে চোখে
ভয়ে,কোন কথা ফুটবেনা মুখে।
ঝড় ঝঞ্ঝা উঠার আগে নিরাপদে চল্
তোরা সব নিরাপদে চল্।
নইলে তোদের চরণ ভূমি
বর্জ্রপাতে উঠবে কেঁপে
ভয়ে তোরা থাকবি কোথায় বল
তোরা সব নিরাপদে চল্।
অন্ধকারে মশাল জ্বেলে
আকাশ ফুঁড়ে ধরবি মেলে
চল্-রে সবাই চল্
নিরাপদে চল্।
বৃষ্টি এলে শীতল পরস ঠান্ডা বুকে
ফিরবি যখন,বলবি সবে একে একে
এখনতো সব চল্
নিরাপদে চল্।    
   ######০৬/০৬/২০১৮
রাজগঞ্জ  বাজার,
      যশোর