*আত্মত্যাগ*
মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
(২০২১ ইংরেজি বছরের প্রথম দিনটি শুক্রবার এবং বছরের শেষ দিনটিও শুক্রবার, মুসলিমদের প্রতিটি শুক্রবার হলো ঈদ,ঈদ মানে খুশির দিন। আর এ-ই শুক্রবার উপলক্ষে আমার এ-ই *আত্মত্যাগ* কবিতাটি উৎসর্গ।)
মহাবিশ্বে যাহা ভাবি সত্য গড়ি,তা-ও ভুলি
সবখানে হানাহানি মরণের বাজে বাঁশি
ক্ষমতার দ্বন্দ্বে বিশ্বে প্রজা কুল ভুলে হাসি
মনে বিঁধে অতীতের স্মৃতিময় দিন গুলি।
বিশ্বে কাঁদে অনাহারে লক্ষে মরে তাজা প্রাণ
মুসলিম নিয়ে খেলে পরমাণু অস্ত্র দন্ধে
ভালোবাসা মরে ভুত জাতিগত ক্ষমতান্ধে
বিশ্ব মুঠি নিয়ে স্বপ্ন সমরাস্ত্রে কাড়ে প্রাণ।
বিশ্ব জুড়ে মুসলিম নিধনের পায়তারা
ক্ষমতার বাহাদুরি একদিন হবে শেষ
পালাবার সব দ্বার রুদ্ধ হবে শেষ মেষ
দুরে নয় আসবেই মুসলিম শাসকেরা।
ক্ষমতার সব দ্বন্দ্ব মিটে যাবে সে-ই দিন
দেখে যেতে নাহি পারে কবি সেই দিন ক্ষন
থাকবেনা অনাহারী যুদ্ধবন্দী হীনমন
মহাবিশ্ব জুড়ে এক নীতি হবে কোরআন।
######
মোঃ আব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
যশোর
৩১/১২/২০২০
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪