"রূপবতী"
  -মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
শিক্ষা দীক্ষা সর্ব গুণে ছিলো তার পরিচয়
হাঁকে ডাকে পাশে আসে সিরিয়ালি বহুজন
সবে বলে দেখেশুনে রূপবতী  নীলাঞ্জন
কেন আজ ছন্নমতি দোষে গুনে পরিচয়।

কর্মগুণে পাশে তার বহুলোক জলপাই
কর্মধার কোটিপতি ছিলো তার বন্ধুগন
তারুণ্যের শক্তি গুনে জেগে উঠে রূপ গুন
কেহ নাই আজ তার দেহ যোগে মেলে নাই।

কবিতার শেষটাকে পড়া নাহি হলো তার
রঙ্গমঞ্চে বাঁধ সাধে কারসাজি নলো আজ
স্বপ্নজাল ভেঙে গেল খানদান গড়া তাজ
রূপবতী একি হাল দাপটের নুয়ে ভার।

পাপে পাপ পুর্ন হলে বন্ধ হবে একদিন
জেনে-বুঝে কর্মধার দেহ ভোগে ছিলো মত্ত
পড়ে ধরা গোলমাল নেটবিশ্বে জানে কত্ত
সাজা পেয়ে অবসান হোক আজ দোষগুণ।
                                ######
                       মোঃ আব্দুল আলীম
                          রাজগঞ্জ বাজার
                                 যশোর
                         ১১/০৮/২০২১
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪