সম্মান
-মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)

ভালোবাসা বুকে আঁকা ছায়া হয়ে রবে হৃদে
যতটুকু সম্মাননা দেওয়ার সব বাকী
যাহা আজ পাও তুমি তাও দিতে হিস্যা আঁকি
হেন আজ মনে কেন পাপাচার ভাবা মদে।

বিশ্ব মাঝে যাহা কিছু দেওয়ার প্রাপ্য তূণ
কেনো দিতে সংশয় প্রাপ্যতার সে সম্মান
ভাগাভাগি করে ফিরি কালি মায় পূর্ণমান
নরাধম জাতি আজ খুজে ফিরি দোষ গুণ।

ভেদাভেদ কেন করি আহামরি কর্মগুণে
অধিকার চাই নাতো পাবে যতো রবে কর্ম
শির ধরি লুটি নাই উচু তার জাত-ধর্ম  
অর্জনের পাদ মুড়া পাপা দের জ্ঞানে গুনে।

যাও ভুলে মনিষীর ইতিহাস কীর্তিমান
ভক্তি শ্রদ্ধা লুটে দের দাবানলে ছারখার
ইতিহাস অর্জনের ফল মুছা স্বপ্ন ভার  
ভবে দাও যার যেটা প্রাপ্যতার সে সম্মান।                           #############                                                                                                    মোঃ আব্দুল আলীম
   রাজগঞ্জ বাজার
           যশোর
    ১৪/০১/২০২২
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪