ওরে মুখ চিনে তুই ভাবলি আসল
আসল ছেড়ে ধরলি নকল
ভাল মন্দ চিনবি যখন
মন্দ সবাই বলবে তখন।
তখন তো আর রইবো না
এ জগতে ভাল-মন্দের হিসাব তো কেউ করেনা
এই জগতে সবই মিছে
আজরাইল তো পিছে পিছে।
সত্য ছেড়ে মিথ্যার পিছে
ছুটছে সবাই মিছে মিছে
ভালোরে কেউ চিনলো না
আজরাইল তো ছাড়বে না।
এ জগতের আসল-নকল জাদুকরী
যতই কর ছল- চাতুরী
পথের ধুলি উড়িয়ে সোনা
যতই করিস টালবাহানা।
পারবি না তুই করতে কানা
মৃত্যু তোরে ছাড়বে না।
##########
26/07/2015