চারিদিকে বিভৎস কুন্ডলি ঘেরা
খালিহস্তে পারিনি তোমায় ছু্ঁতে
নগ্ন দেহ দুমড়ে মুচড়ে রয়েছে পড়ে
দুরে দাড়িয়ে দু'চোখ ভোরেছে জলে।
বুকভরা স্বপ্ন একেছিলে ভবে
আনন্দ উল্লাসে মাতিবে বিশ্ব
কেজানিতো ক্ষ্যাপা কুকুর গুলি
ছিড়িয়া খাইবে সঞ্চিত আব্রু।
ভরা যৌবন কলঙ্কিত দেহ
অভিশপ্ত করেছে ছুঁয়ে
সকাল সন্ধ্যা প্রেমিক ভিড়িত
বাঁধ ভাঙ্গা যৌবন নিতে।
এখন নাই,কিছু নাই
সমাজের কাছে উচ্ছিষ্ট
তবুও বাঁচতে চাই
অনুগ্রহে নয়,দয়ায় নয়,স্নেহে।
যৌবনের জৌলুস পারিনি ঢাকিতে
কলঙ্কিত করে চলেছে বীরদর্পে
দন্ডিত নয়,সমাদরে রয়েছে
আমি যে পারিনা সহিতে।
ওগো বিধাতা শ্যামল কানন ভূমি
উঠেছে ভরিয়া সর্বলোকে আজি
তবুও ঠাই নাই মোর
আমি যে ধর্ষিতা নারী।
কালে কালে দিগ্বিদিক কতো কার্পাষ ফেঁটেছে
বারুদের গন্ধ নাক ঝাজিঁয়েছে
কেউ রাখেনি তার খবর
অথচ আমি যে ধর্ষিতা নারী।
পাপী পাপ করেছে বেঁধে
আমার ছিলনা কোন গতি
পাপকে ঘৃনা করো পাপীকে নয়
তবুও আমি যে ধর্ষিতা নারী।
#####