রংধনু
মোঃআব্দুল আলীম
আকাশ কোনে রংধনুর মেলা
সাদা মেঘে খেলছে খেলা
হৃদয় জুড়ে নাড়ছে কড়া
হঠাৎ মেঘে আকাশ ঢাকা।
সূর্য যখন দিচ্ছে আলো
রংধনুর সাত রংঙে বাহার
কালিমা নেই,নেই কোন খাদ
সূর্য ডুবলে সমাধি তাহার।
######
রাজগঞ্জ বাজার
যশোর
২৭/০১/২০১৯