স্বাধীকার
-মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
স্বাধীনতা মানচিত্র পতাকার জন্য মরি
পরাধীন শোষকের লেলিহানে ছারখার
মাতৃভাষা কন্ঠরোধ ভূলন্ঠিত অধিকার
গনহত্যা দিক্বিদিক রক্তহোলি আহামরি।
পঁচিশের কালো রাতে আপা মোর বুদ্ধিজীবী
পাকিস্তানী বর্বরতা নির অস্ত্র আকুলতা
রক্তক্ষয়ী সর্বাত্মক সংঘর্ষ প্রবণতা
তছনছ যতোদুর সম্মুখীন অন্ত নীবি।
মুক্তি সেনা প্রতিশোধ নেশা নিয়ে গর্জে উঠে
প্রাণ পণে লড়াকুর আত্মত্যাগে বলীয়ান
নয়মাসে মৃত বীণ স্বাধীনতা উড্ডয়ন
স্বাধীকার অর্জনের স্বপ্নদুর্বা রোজ উঠে।
নগ্নতার মনোভাব কেন আজ সভ্যতার
কষ্টার্জিত সোনামুড়া স্বাধীনতা লালসার
নেই আজ ভেদাভেদ করি সবে অঙ্গিকার
রক্তে আঁকা মানচিত্র স্বাধীনতা পতাকার।
######### . মোঃ আব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
যশোর
২৪/০৩/২০২২
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪