নামাজ
-মোঃ আব্দুল আলীম

ও-রে মানুষ নামের পশু মোরা।।
ফজর যদি হয় কাজা
ও-রে ঘুমকে হারাম করে ছোটো
মসজিদের ঐ পথে সোজা।।
দিনে তুমি কাজের অজুহা-তে
যোহর গেছো ভুলে
আছর গেলো গল্প করে
মাগরিব গেলো ভাবা কূলে
ও-রে কেমনে তো-রে নামাজ শেখা-য়।।
অনন্ত অসীম গহীন কবর শুধা-য়
এশা গেলো বাজার ঘুরে এটা সেটা কেনা-য়
ও-পাপি-রে কেমনে তো-রে নামাজ শেখা-য়।।
                                 রাজগঞ্জ বাজার
                                        যশোর
                                 ১৯/০৬/২০২১