আবেগ
মোঃ আব্দুল আলীম

দু'উরুর মাঝে জলতরঙ্গ
                   উচ্ছ্বাসিত আবেগ
মন মাতানো প্রতিটি মুহুত্ব
                    কেটেছে ভাবেগ।

ভবেতে মজিয়া চেয়েছি ভাসিতে
                     আনন্দ হলিতে
ধুপ করে নিভেছে হাঁসিটা
                দুরারোগ্য ব্যাধিতে।

নিশিভোর কতো যে যতনা
                     তোমার মমতা
আনন্দ ঘন ভরা যৌবন
                   ভেঙ্গেছে লালনা।

নিমিষে আতর গোলাপ সুগন্ধিতে
                       স্বপ্ন মিশেছে
হয় তো আবার আসিবো ফিরে
                  রোগ মুক্তি বেসে।

৭১এ শত্রুমুক্ত লাল সবুজের
                  উন্নয়নশীল দেশে
কোন বাঁধা থাকবেনা আর
                  তোমাতে মিশতে।

তখন তোমার উরুর উপর
                          মাথা রেখে
স্মৃতিময় দিনগুলির গল্প বলবো
                       হৃদয়ে একে।
                     #########
                    রাজগঞ্জ বাজার
                          যশোর
                         04/12/18