"স্বর্গোদ্যান"
মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
হোকনা সে সাদা-কালো কর্মেগুনে গুণান্বিত
মনোরথে বাকরুদ্ধ বিশ্ব জুড়ে জাগরণে
অন্ধধাতু রুদ্ধশ্বাস ভুলে নিষ্ঠ ক্ষমতাণে
অবরুদ্ধ বর্ণা কার উন্মোচিত গুণান্বিত।

মর্ত্যধামে রঙ্গ রুপি মাতি যতো অঙ্গ নেচে
হোক না সে নিথরও দেহ কুঞ্জ জীর্ণ শীর্ণ  
নিয়তির পরিহাস ভাগ্যাকাশ সুপ্রসন্ন
সূর্যরশ্মি বরফান্ প্রাণবন্ত যায় গেয়ে।

জাতিগত ভেদাভেদ ভুলি গড়ি মমতব
মহামারী নিঃসঙ্গ নিপাতিত অক্ষীজ্ঞান
বিশ্বজুড়ে স্বপ্নলোক তীর বিঁধে শিক্ষার্জন
মত্ত বোধ পুড়ে দেহ ছারখার এ শৈশব।

বিশ্ব মাঝে হাহাকার প্রাণ কাড়ে স্বপ্নময়
মর্ত্যধামে জীর্ণ শীর্ণ দেহ কুঞ্জ জেগে উঠে
ভেদাভেদ ভুলি গড়ি সর্ব গুনে জেগে উঠে
স্বর্গোদ্যান হোক বিশ্বে,মহামারী নিরাময়।
                                  ######
                       মোঃ আব্দুল আলীম
                          রাজগঞ্জ বাজার
                                 যশোর
                         ১৪/০১/২০২১
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪