যন্ত্রণা
-মোঃ আব্দুল আলীম
অঙ্গে আমার তুষের আগুন জ্বলে সারাক্ষণ
ছন্দের তালে বাজাই বাঁশি ভুলিয়ে সজন
কেউ শুনে না দুখের কথা সবাই দেখে হাসে
পুরানো সেই স্মৃতির কথা আজও হৃদয়ে ভাসে।
সবাই এখন ভাবছে,আমি নাকি খেলনা পুতুল
সাধ্যের চেয়ে বেশি করেছি,দিয়েছি ঢেলে অতুল
সেটা এখন তুচ্ছ ভেবে ছুড়েছে,নর্দমায়!আস্তাকুঁড়ে,
একদিন ছিল রঙে ঢঙে,আধার কালো দিতো মুড়ে।
ভুলে ভরা সেদিন কি আর ফিরিয়ে আনা যা-ই
ভালোবাসার মানুষ গুলোর স্বরুপ ফুটেছে তাই
আকাশ জুড়ে কালো মেঘে যতই ছেয়ে যাক
ঝড়ো হাওয়া যতই উঠুক,কালবৈশাখী ঘূর্ণ পাক।
ঝড় এসে যতই ভাঙ্গে ভাঙ্গুক ঘর,বলবো কার?
হৃদয় জুড়ে রক্তক্ষরণ সহিবার দাও পাথর ভার
বৃষ্টি যতই আসে আসুক,খোলা আকাশে নেই ভয়
শীতল পরশে হৃদয়ের যন্ত্রণা নিভিয়ে করবো জয়।
######
মোঃ আব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
যশোর
১৪/০২/২০২৪