তোমার কথা মনে হলে
হৃদয় আমার দিচ্ছে দোলা।
তোমার ভিতর যাদু আছে,
তোমার পানে গেলেই আমি
তোমার ঐ হাসির ঝিলিক মুখ খানি
ভুলতে হচ্ছে অনেক দেরী।
ছেঁড়া পালের নৌকা তুমি,
বৃষ্টি হলেই যাবে রসাতলে।
তবুও তোমার সাথে,আকাশ পানে
উড়তে বড্ড ইচ্ছে করে?
তোমার জন্য হৃদয়ের দুয়ার
সব সময় খোলাই আছে।
###########