নশ্বর পৃথিবীর বুকে
সাগর নদী-নালা,খাল-বিল
পাহাড়-পর্বত পেরিয়ে
সূর্যের হাসিমাখা রৌদ্র শেষে
সবুজের সমারোহের কাননে
ফুটেছিলে শিউলী ফুল হয়ে।
নিশিথে বিলিয়েছো গন্ধ,
তন্দ্রায় স্বপনে তোমার গন্ধে বিভোর।
সকালে প্রস্ফুটিত আলোয় জেগে
পায়নি তোমার দেখা।
ঝরেছো তুমি নিশিথে বিলিয়ে গন্ধ,
সকালে কুড়িয়ে সে ফুল
পুজা অর্চনায় রেখেছি যতনে,
রাখিব তোমার সারাটি জীবন
মনেরও মন্দিরে।
         #########