অবহেলা
মোঃ আব্দুল আলীম
আমার মনের যত প্রেম
সব দিয়েছি তোমার তন
তবুও তোমার মন মেলেনি
ঝড় তোলেনি উথল মন।
নিশিভোর পেয়েছি ছলনা
বোঝনি,আমি কি রতন
হৃদয় দিয়ে বুঝবে যেদিন
খুঁজবে সেদিন করতে যতন।
হৃদয় জুড়ে যত ব্যথা
দু'চোখ ভরে অশ্রু গাঁথা
স্বপ্ন ভেঙ্গে,অন্যে বাতি
সমাজ ছড়ায় নানান কথা।
এ ভূবনে যখন রইবোনা
তখন,থাকবে তুমি একা
দুঃখ পাবে হৃদয় ক্ষনে
দেখবে,সাদা কাপড়ে ঢাকা।
#######
রাজগঞ্জ বাজার
যশোর
০১/০২/১৯