"নগ্ন সভ্যতা"  
  -মোঃ আব্দুল আলীম

ডানা মেলে উড়ছে পাখি শত দলে
দিগন্তের সীমা রণে মেলে দিয়ে পাখা
স্বপ্নময় জগৎ সংসার কূলে বিলীন
নগ্নতা উশৃংখল স্বপ্নপিষ্ট সভ্যতার পাখা।
হাতছানি দিয়ে ডাকে বারে বারে
মৃত্যুকে করে সঙ্গী উপত্যকায়
নিশিভোর করে ভয় জগৎ সংসার
তবুও নতুনত্বের সৃষ্টিতে মর্ত্যধাম রাঙ্গাই।
                                      #####
                              রাজগঞ্জ বাজার
                                      যশোর
                                ১৭/০৭/২০১৮