"মাতৃভাষা"
-মোঃ আব্দুল আলীম
বাংলা আমার মাতৃভাষা তোমায় ভালোবাসি
মাতৃগর্ভে জন্ম নিয়ে বাংলা ভাষায় হাসাহাসি
তুমি না থাকলে মা আমার জন্ম হতো না
তোমার মিষ্টিমুখে বাংলা ভাষা শুনা হতো না।
তোমার জন্য মা,শিখেছি অ,আ,ক,খ,বর্ণমালা
বায়ান্নতে দিয়েছি রক্ত মা,একাত্তরেও বাংলা
ত্রিশ লক্ষ শহীদ,দুই লক্ষ ইজ্জত,বোন ও মা'র
নিয়েছিল কেঁড়ে পাকসেনা আলবদর রাজাকার।
তবুও থামেনি বাংলাকে প্রতিষ্ঠিত করতে বাঙালি
বর্ণমালায় উর্দুকে বলিদানে বাংলা গড়েছে বাঙালি
এখনো অন্ত কাঁদে দেখি যতো মরে,খেয়েগুলিগুল্লা
তাইতো আজও বাংলায় চলছে কতো হ-য-ব-র-ল্লা।
#############
রাজগঞ্জ বাজার
যশোর
১৯/০২/২০২২