দানব
-মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)

সৃষ্টি সেরা জীব রূপে বিশ্বে মোরা এ মানব
যাহা কিছু করি ভুল পথে চলি ন্যায় ছাড়ি
সত্য ছেড়ে অন্ধকার পিছে ছুটি সব মাড়ি
কখনও সেচ্ছাচারী অত্যাচারী এ দানব।

ভয়ভীতি নাই শুধু অন্যায়কে করি জয়
স্বপ্নহীন স্বপ্নবান সৃষ্ট মাড়ি ক্ষয় ক্ষতি
ভয়নাই যাহা কিছু সম্মুখীন অন্তজ্যোতি
অহমিকা ভয়ঙ্কর ধ্বংসের নেই ভয়।

বাহবাও দেয় আজ অনাচারী লীলাখেলা
যতো করে লুকোচুরি ভাবনার মতিগতি
সমাজের ভদ্রবেশী নামেমাত্র অধিপতি
নগ্ন অঙ্গে ঘোরে তাই ভালোবাসা নাহি মেলা।

তবু তারা নতশির হয়নাকো ভাবময়
পরকালে পাপপুণ্য হিসাবের নাহি মানে
গড়ে শুধু অর্থকড়ি মরণের নেই জানে
দুনিয়াবি করে তারা ক্ষমতার নয়ছয়।
#########                                     মোঃআব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
     যশোর
১৮/১২/২০২১                                
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪