করুণাময়
-মোঃ আব্দুল আলীম
মাতাল হাওয়া কোন সে বনে
মাতম তোলে হৃদয় ক্ষণে
কোন সুরে আজ গাইবো গান
সেই সুরেরও নেইকো তান।
আমি কেমন করে বলবো তারে
সব যে গেছে রসাতলে
তুমি এমন দুখে নেই যে পাশে।
হৃদয় ক্ষণে আগুন জ্বলে।
খোদা দাও নিভিয়ে সকল জ্বালা
কোমলমতি শিশুর অন্তরে
করুণাময় খোদা তুমি দাওনা ধরা
সকল আশা পূর্ণ করে।।