স্মৃতির চন্দ্রমহল
মোঃ আব্দুল আলীম
মুক্ত বিহঙ্গে প্রকৃতি প্রেমী ডানা মেলে
কোন এক মাঘে এলোকেশী দুয়ারে
নির্জন একাকী ছিলে নারিকেল ছায়াতলে
দুহে চলে কবিতাপাঠ,শ্রবণ শ্রোতা দাড়িয়ে। !
দুর্গম পথ ভেদী সুরেলা বাঁশি কানে বাজে
মন ছুটে চলে পিয়াসী আমাকে ডাকে
আমানুল ভায়ের চন্দ্রমহল দেখি বারে
হয়তো আবার দেখা হবে তোমারও ডাকে।
সেই দিন চন্দ্রাকেও পাবো দেখা
দুয়ে একে তিন সাথে আরও ভিন
চন্দ্রমহলের তিন পাশে নারিকেল গাছের সারি
নির্মল স্নিগ্ধ বাতাসের আনন্দে বাজাবো বীণ।
চুপিসারে রাজু এসে শুধাই কবি ভাই
রান্নাবান্না শেষ,কবিতা জমেছে বেশ
তোমারি অপেক্ষায় সবে, খাবে এসো
পড়ন্ত বিকেলে কবিতা আসরই হবে শেষ।
########
রাজগঞ্জ বাজার
যশোর
০৯/০২/২০১৯
(০৯/০২/২০১৯ বাগেরহাট চন্দ্রমহল ঘুরে এসে লেখা।)