ভাগ্যবিধাতা
মোঃ আব্দুল আলীম
হে!বিধাতা, আমি যতই ভাবী নিষ্পাপ
আমাকে নিয়ে খেলেছে, নেই কোন অনুতাপ
শুধু ভাবি আর মরি কেমনে দিবো পাড়ি
দু'হাত ধরে গিয়েছে আমাকে ছাড়ি।
মনে বড় ব্যথা,সমাজের চোখে কাটা
ভাগ্যটা নেই,কপালটা আজ ফাটা
ওযখন বুঝবে,তখন আমি অনেক দুরে
বেঁচে আছি,নয়তো বিধাতার ডাকে পরোপারে।
#######
রাজগঞ্জ বজার
যশোর
10/10/2018