ভালোবাসার ক্ষত
মোঃ আব্দুল আলাীম

বড় সাধ জাগে তোমাকে কাছে পেতে
কোন বাঁধা মানেনা যতই দাও ক্ষত একে
শুধু স্বপ্ন,তুমি একান্তে আমারি হবে
ফুটবে হাসি দুর হবে ক্লান্তি চোখে মুখে।

গিয়েছি ছুটে শত বাঁধা উপেক্ষা করে
ছুঁই  ছুঁই করেও পারেনি তোমাকে ছুঁতে
কখন আসবে শুভক্ষণ তারই প্রতীক্ষা
কিসে বাঁধা,আজও পারিনি তা বুঝতে।

মলিন মুখে ভাবি শুধু নিশিভোর
তোমারি পরশ পাবো ঠিকই একদিন
সেদিন তোমার কঠোর হৃদয় ভাঙবে
হয়তো হারাবো অনেক কিছু সেদিন।

তোমারি পরশ পেতাম যদি প্রথমে
আজও প্রহর গুনা হতো নিঃশেষ
আর যে পারিনা? ধুকে ধুকে ব্যথা
ভালবেসে বুকেতে নাও,মুছে যাক ক্লেশ।
                               #########
                        রাজগঞ্জ বাজার
                                যশোর
                      ২৪/০২/২০১৯