প্রেম বন্ধন  
     মোঃ আব্দুল আলীম

তুমি আমি দু'জনে
মর্তে ঘর বাঁধার স্বপ্নে
আজ এই গৌধুলি লগ্নে
সব মায়া ছাড়বো দু'জনে।

যতই আসুক ঝড় ঝঞ্জাট
যতই আসুক বাঁধা বঞ্জনা
কারো কোন কথা শুনবোনা
এই গৌধুলি লগ্নে চলোনা।
                   #####
             রাজগঞ্জ বাজার
                   যশোর
              27/10/2018