ভালোবাসা
-মোঃ আব্দুল আলীম

ভালবাসার সবকটা জানালা দিয়েছ এঁটে
এতোটুকুও ফাঁক রাখনি কিকরে যাবো ছুটে
তবু আশা ছিল একদিন ভালোবেসে ডাকবে
কাছেতে নিবে হৃদয়ে আনন্দের সাড়া জাগবে।

আমি চমকে দেখি কেউ ঠাঁই,তোমারও পাশে
খুব চেনা চেনা লাগে হৃদয়ে নামটাও ভাসে
কাছে এসে বলে,আরে ভাই,তুই আজও হেথা?
কি যে করি,কি করে যে বলি দুঃখের ও সে কথা।

যেটা ছিল স্বপ্ন ভাঙ্গা গড়া নিয়তির বিধান
তবু আশা নিরাশার দুলা চলে স্বপ্ন দেখান
হাসি কান্না বিধাতার এইতো দুনিয়ার খেলা
কর্মগুণে নয় জন্মতত্ত্ব,অবজ্ঞায় যায় যে ভেলা।

শুধু লুণ্ঠিত অবহেলায় তুচ্ছরূপে ছুঁড়েছ
না পারি সহিতে না পারি কহিতে তবু মুড়েছ
হৃদয়ের সবটুকু স্বপ্ন কণা দিয়েছি ঢেলে
তবুও তুমিতো চিনতে পারনি আজও মেলে।

ঐ বিধাতার কাছে ফরিয়াদ স্বপ্নগুলো দাও
হৃদয় চুর্ণ বিচূর্ণ প্রতিটি কণা শান্তি দাও
তোমার সংস্পর্শে ঠাঁই নেয় তবু ভালবাসি
মোহর ঠিকই চিনবে,সেদিন কবর বাসি।
                        ########
মোঃ আব্দুল আলীম
   রাজগঞ্জ বাজার
          যশোর      
   ০৫/০৬/২০২৩