আলো আঁধার
মোঃ আব্দুল আলীম
সুখ যে আজ নেই
ছন্দে ছন্দে পতন
পাহাড় সম অর্থ যাহার
সাথে আছে রতন।

তবু তারা গ্রাস করে
সামনে আসে যতো
জ্ঞানের আলো পাহাড় সম
সরলেরা ভাবে ততো।

লাজ শরমের বালাই নেই
যতোই তোমরা বল
সমাজ যতোই ভালো বলে
মনটা তবু কালো।    
                   ######
         রাজগঞ্জ বাজার
                 যশোর
         ২৩/০১/২০১৯