"খুকুর বিয়ে"
মোঃ আব্দুল আলীম

ঘটক এসেছে সাথে নিয়ে বর
খুকুর বিয়ের সহেনা আর তর
বিয়ের খরচ লাগবে অনেক টাকা
খুকুর পিতার ভিটের উপর ভর।

খুকুর পিতা ভাবে শুধু বসে
এমন ছেলে হাত ছাড়া হবে?
পাড়ার সবে ছুটে এসে বলে
ভয় নেই,টাকাওহবে,বিয়েও হবে।

টাকা নিয়ে ভাবনা আর না,আর না
ছেলে আছে শহরে নেইকো ভাবনা
সিমকার্ডে বিকাশ একাউন্ট আছে না?
টাকা উঠিয়ে কিনবো সব চলনা।

কবি ভায়ের বিকাশ এজেন্টে পৌচ্ছে
টাকা তুলি নিরাপদে ইচ্ছেমত
খুকুর বিয়ে ভাঙন আর না,আর না
বিয়ের আনন্দে খাচ্ছে সবে মনেরমত

বিয়ে বাড়ির সবে উচ্চস্বরে বলে
সিমকার্ডে বিকাশ একাউন্ট নেই যার
একাউন্ট খুলবো,রাখবো টাকা মুঠি
সুবিধামতো টাকা পাঠবো যারতার।
                          #########
                        রাজগঞ্জ বাজার
                                যশোর
                      ১৭/০২/২০১৯
রাজগঞ্জ বিকাশের ডি এস ও জসিম ভায়ের অনুরোধে বিকাশ নিয়ে লেখা "খুকুর বিয়ে" কবিতাটি জসিম ভাইকে উৎসর্গ........