তুমি লাল সূর্য্যের ছটায় ফোটা রক্তিম গোলাপ
একগুচ্ছ তারার মাঝে কি তোমার আলাপ?
ভাবতে পারিনি সুন্দরের মাঝে তুমি কবি
যেখানে পাগল-প্রেমিক অনুষ্ঠানে যায় ভাসে তব ছবি।
তুমি যেন বাংলা ভাষার নীল দর্পন
প্রতিটি ভাষা তোমার কাছে করে আত্ম-সমর্পণ
তুমি বাংলার অবহেলীতদের আশা-ভরসার আলো
তাইতো যশোর কবির রাজধানীতে গন্ধ সুধা ঢালো।
তোমাকে নিয়ে লেখা থাকবে কাগজের পাতায় অনেক কথা
তুমি সারা বাংলার তবুও যশোরের মাতা
হৃদয়ে অজানা শঙ্কা,হারাই কি কোন এক ধাক্কায়?
চেষ্টাতো থাকবেই ফেরাতে কবিদের জলসায়।
#######