"সত্যকে করবো জয়"
    -মোঃ আব্দুল আলীম

আমি উড়িয়েছি কতো পথের ধুলি কনা
আজও পায়নি এখনো কোনো স্বর্ণের কনা
তবুও নিশিপদ্ম ফোঁটায় গহীন অরণ্যে
কে,রাখে খবর?রটিবে বাংলায় বরণ্যে।

ঠুনকো চিত্তে মাড়িয়েছে আশার প্রদীপ
মুড়ে গেছে জ্বলে উঠা ঊষার উত্তাপ
প্রাণে সঞ্চিত অগ্নি বারুদ ফোটেনি গোলাপ
আবির রঙে রাঙিয়ে আসেনি দিতে গোলাপ।

তবুও এখনো নিশিপদ্ম ফোঁটায় এ-ই বাংলায়
জগৎ সংসার মোহ গড়ে ভুলকে করি জয়
অনন্ত অনাদিকাল গহীন নিপতিত করিনা ভয়
হে ন্যায়ের কান্ডারী মোরা সত্যকে করবো জয়।।
                                 রাজগঞ্জ বাজার
                                        যশোর
                                 ১৬/০৬/২০২১