ক্ষুধার্ত আর্তনাদ
মোঃ আব্দুল আলাম
আমি সেই কখন থেকে আনমনে ডাকছি
কাঠফাটা রোদে দাঁড়িয়ে তোমাকে ভাবছি
কখন যে একপশলা বৃষ্টি সমস্ত শরীর ভেজাই
সমস্ত শরীর শীতল,অনাহারে মৃদুস্বরে কাঁপাই।
তুমি শ্রবণে কর্ণপাত করোনি আমি তো অবাক?
তুমি খেলিছো সরলতার সুযোগে আমি নির্বাক
রক্ত উজিয়ে খেলে ধমনী সারা নিশিভোর
শুনেছ?ক্ষুধার্ত আর্তনাদ?আসোনি দিতে অন্ন মোর।
যেদিন তুমি ফিরবে দিতে অন্ন,পাওয়ার আসে,
হয়তো সেদিন না পাওয়ার বেদনায় যাবে ভেসে
সেদিন পাথর চোখের দৃষ্টিতে দেখবো তোমাকে
ফুল ছিটিয়ে,চোখের জলে ভেজাবে আমাকে।
##########
রাজগঞ্জ বাজার
যশোর
৩০/০৫/২০২০