আশাহীন
মোঃ আব্দুল আলীম
তোমার অপেক্ষায় কেটেছে রজনী
ভুলিয়েছ কতো যে সজনী
হায়রে মানুষ রঙ্গিন মানুষ
তোমার ছলনার কাছে নিঃশ্বেস।
ছলনাময়ী! যতই ঢাকো মুখ
ফাঁকি দিতে পারেনি এচোখ
সম্মুখে ভাসে হাসিমাখা মুখ
একত্রে গড়বো ধরাই সুখ।
তবুও আমার কথা শুননী
এখনো আমাকে নিয়ে ভাবনী
ফিরেছো ঠিকই,রূপলাবন্যহীন জীবনে,
পাওনি এসে আমকে এ ভুবনে।
########
রাজগঞ্জ বাজার
যশোর
25/07/2018