প্রকৃতির অপরূপ নতুন সাজে
কাজল কালো আখি ধরার মাঝে
বারে বারে ফিরেছো সৌন্দর্য ছড়িয়ে
দুহাতে গেঁথেছি মালা তোমাকে জড়িয়ে।
তোমার হাসি মাখা মুখ ঢেকেছ আড়ালে
আমার জন্য না হয় একটু হাত বাড়ালে
ক্ষণে দেখা,ক্ষণে হাসি কোনসে মায়ার ছলে
আশা নিয়ে বসে আছি নীড়ে ফিরবে বলে।
#######
রাজগঞ্জ বাজার
যশোর। ১১/০৬/২০১৮