"মধু মেলা"
-মোঃ আব্দুল আলীম
হে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত
তোমার জন্ম কেশবপুরের সাগর দাঁড়ি
তাইতো বারোই মাঘ কপোতাক্ষ মধু মেলায়
কপোতাক্ষ তীরে বারবার আসি দিতে পাড়ি।
তোমার জন্ম না হলে সনেট জন্ম হতো না
কোনোদিন এ-ই সাগর দাঁড়ি আসা হতো না
কপোতাক্ষ নদ কবিতা আজ পড়া হতো না
আমার ষোড়শপদী কবিতা লেখা হতো না।
তুমি বাংলা ভাষায় অমৃত সুধা দিয়ে দান
গর্বিত মোরা যশোর বাসি তুমি মহাকবি
তুমি বাংলা ভাষার কবিদের মধ্য মণি
তুমি আপা মোর হৃদয় কণে এঁকেছ ছবি।
তোমার চরণে শত বাঁধা ভেঙে করি জয়
আসি মধু মেলা তোমাহতে নিতে কিছু জ্ঞান
আগামী প্রজন্মের দিব কিছু অক্ষর দান
আজ যা-কিছু ক্ষুদ্র অর্জন দিও তার মান।
হে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত
যতোই আসে এ-ই বারোই মাঘ মধু মেলা
তোমার স্মৃতিটুকু ফেলে আসা বাড়াই জ্বালা
মনের মধ্যে উথল পাথাল ভাসায় ভেলা।
তাইতো ফাহিম বলে অনিক? মধু মেলা যাবো
পুতুল নাচ,সার্কাস, আরও দেখবো যাত্রা
সকাল হলে কেনাকাটা সেরে ফিরবো গায়ে
মনে হবেনা মাঘ মাসে তীব্র শীতের মাত্রা।
########
মোঃ আব্দুল আলীম
গ্রাম+ডাকঃ- চন্ডিপুর
উপজেলাঃ- মনিরামপুর
যশোর।
২৬/১২/২০২২